খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা

খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।

খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, হালকা সামরিক যান শহরে প্রবেশ করেছে।

সিনেগুবভের বক্তব্যের আগে কিছু ফুটেজে দেখা গেছে কিছু রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

সিনেগুবভ স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে। বেসামরিক নাগরিকদের রাস্তায় না নামতে বলা হলো।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহর মূলত একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করে।

এমজে/