আলোচনায় রাজি জেলেনস্কি

আলোচনায় রাজি জেলেনস্কি

চলমান সংকট সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির দপ্তর রোববার এ তথ্য নিশ্চিত করেছে। খবর জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের।

এর আগে রবিবার ভলোদিমির জেলেনস্কি বেলারুশে শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোন আলাপে আলোচনায় সম্মতি জানান তিনি।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম আলোচনায় বসছে দেশ দুটি। জেলেনস্কির দপ্তর জানিয়েছে, কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে চায় তাঁর দেশ।

‘প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে আমরা দেখা করতে সম্মত হয়েছি,’ এক বিজ্ঞপ্তিতে বলেন জেলেনস্কি।

গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে। অপরদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ২১০ জনের বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এগারোশ’র বেশি মানুষ। ইউক্রেনের সরকারি কর্মকর্তা লিউডমিলা ডেনিসোভা এ তথ্য জানিয়েছেন।