রাশিয়ার অভিযানে ভাটা পড়েছে, দাবি ইউক্রেনের

রাশিয়ার অভিযানে ভাটা পড়েছে, দাবি ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার বাহিনীর অভিযান মন্থর হয়ে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

তাদের দাবি, দখলদার রুশ বাহিনীর আর বেশি আক্রমণাত্মক গতিতে এগোতে পারছে না। তাদের গতি কমে গেছে। তবে তারা এখনও কয়েকটি অঞ্চলে সাফল্য পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর আলজাজিরার।

এদিকে রুশ বাহিনী কিয়েভ ও হারকিভে ফের গোলাবর্ষণ শুরু করেছে বলে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা উক্রিনফর্ম সোমবার জানিয়েছে।

এদিকে কিয়েভে থেকে সপ্তাহব্যাপী জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে। আজ বেলারুশে রুশ প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে ইউক্রেন কর্তৃপক্ষের।

ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত তিন শতাধিক ইউক্রেনিয়ান নিহত হয়েছেন। আর ইউক্রেনের দাবি যুদ্ধে চার সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে।

এমজে/