খেরসনে হামলা শুরু করেছে রুশ বাহিনী: ইউক্রেন

খেরসনে হামলা শুরু করেছে রুশ বাহিনী: ইউক্রেন

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী খেরসন শহরে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণের মিকোলাইভ এবং নিউ কাকোভকা শহরের মাঝে অবস্থিত খেরসন শহর।

ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন সার্ভিস টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, শত্রুরা বিমানবন্দর থেকে নিকোলেভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্লান্টের কাছে একটি রিংয়ের দিকে অগ্রসর হচ্ছে।’

এর আগে বিবিসি জানায় খেরসন বিমানবন্দরের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খেরসনের আঞ্চলিক প্রশাসনও ফেসবুক পোস্টে জানিয়েছে, রুশ বাহিনী শহরঠি ঘিরে ফেলেছে। তবে এখনও দখল করতে পারেনি।

শহরের মেয়র জানিয়েছেন, রুশ বাহিনী প্রবেশ পথগুলোতে চেকপয়েন্ট বসিয়েছে। মেয়র ইগোর কোলিখায়ে ফেসবুকে লিখেছেন, ‘পরিস্থিতি সামনে কিভাবে আগাবে তা বলা কঠিন। খেরসন ইউক্রেনীয়দের ছিল, থাকবে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত এবং বিচক্ষণ থাকতে বলছি। কারফিউ এর মধ্যে বাইরে যাবেন না। কারো সঙ্গে আক্রামণাত্মক আলোচনায় যাবেন না এবং শত্রুদের সহিংসতায় উস্কানি দেবেন না।’ সূত্র: বিবিসি