ঘর ছেড়ে যান, হামলা হবে: কিয়েভ বাসিন্দাদেরকে রাশিয়া  

ঘর ছেড়ে যান, হামলা হবে: কিয়েভ বাসিন্দাদেরকে রাশিয়া   

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। খবর বিবিসির।

মঙ্গলবার বিকেলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার টেকনোলজিক্যাল সেন্টার ও স্পেশাল অপারেশন ইউনিটে ‘উচ্চ পর্যায়ের হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা।

এতে আরও বলা হয়, আমরা ইউক্রেনের বাসিন্দাদের অনুরোধ জানাই, যারা রাশিয়ার বিরুদ্ধে উসকানিতে জাতীয়তাবাদীদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এবং কিয়েভের বাসিন্দা যারা রিলে স্টেশনের পাশে বসবাস করেন তারা যেন ঘর ছেড়ে যান।

দেশটির কর্মকর্তাদের দাবি, ‘রাশিয়ার বিরুদ্ধে তথ্য আক্রমণ প্রতিরোধে’ এ হামলা চালানো হবে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।