এমবিএস’র সামনে খাশোগি হত্যার প্রসঙ্গ তুললেন বাইডেন

এমবিএস’র সামনে খাশোগি হত্যার প্রসঙ্গ তুললেন বাইডেন

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সামনেই সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রসঙ্গে কথা তুলেছেন বলে জানিয়েছেন।

জেদ্দায় বৈঠক শেষে সাংবাদিকদের বাইডেন জানান, এমবিএস ও শীর্ষ সৌদি নেতাদের সাথে বৈঠকে তিনি সাংবাদিক খাশোগি হত্যার কথা বলেছেন। এছাড়াও তিনি মানবাধিকার এবং ‘রাজনৈতিক সংস্কারের প্রয়োজনের’ কথাও বৈঠকে তুলেছেন।

তিনি বলেন, ‘আমি সব সময় যেমন করি, এবারো তাই করেছি। আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি (মানবাধিকার) যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছি।’

বাইডেন বলেন, ‘খাশোগি হত্যার ব্যাপারে শ্রদ্ধা রেখে আমি প্রসঙ্গটি বৈঠকের শুরুতে উত্থাপন করেছি। আমি সেই সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন এটি নিয়ে কী ভাবছি তাও স্পষ্ট করে বলেছি।’

তিনি আরো বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট ‘মানবাধিকার ইস্যুতে নীরব’ থাকতে পারেন না।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এই ঘটনার জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) দায়ী ছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্তের পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল।

সূত্র : আল-জাজিরা