ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

ইউক্রেনের স্বাধীনতা দিবসের সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, হামলায় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরে একটি ট্রেনে আগুন ধরে গিয়েছিল।

বুধবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক ভিডিও বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত ২২ জন মারা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

পরে জেলেনস্কির সহকারী কিরিলো টাইমোশেনকো বলেন, রুশ বাহিনী দুবার ওই শহরে হামলা চালায়। প্রথম হামলায় একটি বালক নিহত হয়। ক্ষেপণাস্ত্রটি তার বাড়িতে আঘাত হেনেছিল। আর দ্বিতীয় হামলায় একটি ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে গেলে ২১ জন মারা যায়।

এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া বরাবর বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা করেছে। সূত্র : আলজাজিরা