সশস্ত্র বাহিনীর আকার বাড়ানোর নির্দেশ পুতিনের

সশস্ত্র বাহিনীর আকার বাড়ানোর নির্দেশ পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ ৩৭ হাজার বাড়িয়ে সাড়ে ১১ লাখে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের মধ্যে এই নির্দেশ জারি করা হলো।

বৃহস্পতিবার জারি করা পুতিনের এই নির্দেশ কার্যকর হবে ১ জানুয়ারি। তবে কোন পর্যায়ে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে, তা বলা হয়নি।

সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হলে স্বেচ্ছাসেবীদের নিয়ে রুশ সামরিক বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়াবে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জনে। এদের মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন হবেন স্থায়ী সদস্য। এর আগে ২০১৮ সালে সৈন্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, চুক্তিভুক্ত স্বেচ্ছাসেবী সৈন্যরাই কেবল ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে পারবে।সূত্র : আল জাজিরা