খারকিভ ছেড়ে সবাইকে রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান রাশিয়ার

খারকিভ ছেড়ে সবাইকে রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান রাশিয়ার

ইউক্রেনের সেনারা খারকিভের কুপিয়ান্সক এবং ইজিয়ামের মতো গুরুত্বপূর্ণ শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে শহরগুলো পুনর্দখল করেছে।

খারকিভে কোনো ধরনের ঘোষণা ছাড়াই তিন দিন আগে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তাদের তড়িৎ গতির আক্রমণে হতবিহ্বল হয়ে পড়ে রুশ সেনারা দ্রুত শহরগুলো ছেড়ে চলে গেছে।

নিজেদের সেনারা খারকিভের শহরগুলো থেকে চলে যাওয়ার পর- বেসামরিক মানুষদের রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।

রাশিয়ার আজ্ঞাবহ বেলগোরোদ প্রশাসনের কর্মকর্তা ভিতালি গানচেভ বলেছেন, বেসামরিকরা চলে গেলে জিবন বাঁচবে।

তিনি আরও জানিয়েছেন, যারা রাশিয়ায় চলে যাবে তাদের খাবার, উষ্ণ থাকার উপকরণ ও আশ্রয় দেওয়া হবে।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের সেনাদের ইজিয়াম ও অন্যন্য স্থানগুলো থেকে স্বইচ্ছায় সরিয়ে নেওয়া হচ্ছে৷ তাদের দোনবাসে পুনরায় জড়ো করা হবে। সূত্র: সিএনসিএন