নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত

ঢাকা, ২ মে (জাস্ট নিউজ) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মুবি বোর শহরের একটি মসজিদের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১ টায় মুবি বোর শহরের একটি মসজিদের কাছে প্রথমে আত্মঘাতী হামলা চালানো হয়। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে দ্বিতীয় হামলাকারী মসজিদ থেকে দূরে একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

সন্ত্রাস মোকাবেলায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। যে মসজিদে বোমা হামলা হয়েছে সেই মুবি শহরটি আদামাওয়া রাজ্যের রাজধানী ইয়োলা থেকে ১২৫ মাইল দূরে অবস্থিত।

এখনও পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকোহারামকে সন্দেহ করছেন স্থানীয় জনগণ। এই গোষ্ঠীটি উত্তর-পূর্ব নাইজেরিয়াতে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে চেষ্টা করে যাচ্ছে।

 

(জাস্ট নিউজ/জেআর/১০৪০ঘ.)