রাশিয়ার পারমাণবিক অস্ত্র শুধুই প্রতিরক্ষার জন্য: পুতিন

রাশিয়ার পারমাণবিক অস্ত্র শুধুই প্রতিরক্ষার জন্য: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের পরমাণু অস্ত্রনীতি হচ্ছে প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়।

মস্কোভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ভালদাই ডিসকাশন ক্লাবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুতিন এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

পুতিন বলেন, রাশিয়া কখনও কোনো দেশকে এমনকি ইউক্রেনকেও পরমাণু অস্ত্র দিয়ে হামলা করার হুমকি দেয়নি।

তিনি বলেন, পশ্চিমারাই বরং সবার আগে এ অস্ত্র ব্যবহার করেছে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে কয়েক লাখ মানুষ হত্যা করছে। জাপানে তখন পরমাণু বোমা মারার প্রয়োজন ছিল না। কারণ, তারা তখন পরাজিত শক্তি।

পুতিন বলেন, পশ্চিমারা এখন রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ে খামোখাই বিশ্ববাসীকে ভুল বুঝিয়ে ভয় দেখাচ্ছে। তারা রাশিয়াকে একটি বিপজ্জনক দেশ হিবেসে জাহির করার পায়তারা করছে।

তিনি বলেন, পশ্চিমাদের মোড়লিপনার দিন শেষ হয়ে হয়ে এসেছে। বিশ্ববাসী এখন তাদের বিশ্বাস করে না।