মন্দিরের কুয়ার ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত বেড়ে ৩৫

মন্দিরের কুয়ার ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত বেড়ে ৩৫

ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কুয়ার ছাদ ধসে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাজ্যটির ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে রাম নবমি উপলেক্ষ্যে জমায়েত হওয়া লোকের ভারে একটি কুয়ার ছাদ ধসে পড়ে।

বার্তা সংস্থা এএনআইয়ের দেয়া উদ্ধৃতিতে ইন্দোরের কালেক্টর ইলাইয়ারাজা টি শুক্রবার ভোরে বলেন, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ এবং এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চলমান আছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোরের সবচেয়ে পুরনো আবাসিক এলাকাগুলোর অন্যতম স্নেহনগরের এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্টের পরিচালনাধীন। রাম নবমির দিন কুয়াটির কংক্রিটের স্ল্যাবের ওপর হোমাগ্নির আয়োজন করা হয়েছিল। স্ল্যাবটি মন্দিরের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

কিন্তু স্ল্যাবটি ৩০-৪০ জন মানুষের ভার বহনের উপযুক্ত ছিল না, ফলে সেটি ভেঙে পূজা দিতে আসা লোকজন ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে ডুবে যায়।

প্রায় চার দশক আগে কংক্রিটের স্ল্যাব দিয়ে কুয়াটি ঢেকে দেয়ার পর পাশেই বেলেশ্বর মহাদেব মন্দিরটি নির্মাণ করা হয়েছিল।

এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার।