পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ১৯, আহত ১০০

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ১৯, আহত ১০০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খাইবার পাখতুনখোয়ায় ভারী বৃষ্টি ও বজ্রপাতে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন। শনিবার (১০ জুন) এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় দেয়াল ও ছাদ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭৩ জন। অন্যদিকে লাক্ষি মারওয়াত জেলায় দেওয়াল ধসে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী হয়েছে। এদিকে খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরা জানান, তারা উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতে লাক্ষি মারওয়াত বান্না এবং অন্যান্য এলাকায় ছাদ ধসে পড়েছে।

খাইবার পাখতুনখোয়ার কেয়ারটেকার তথ্যমন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শাহ এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাসাপাতালগুলোতে নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার খোঁজখবর রাখছেন।