সামরিক হামলা আশঙ্কায় নাইজারের আকাশসীমা বন্ধ

সামরিক হামলা আশঙ্কায় নাইজারের আকাশসীমা বন্ধ

সামরিক হামলা আতঙ্কে নাইজারের সামরিক জান্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছেন। প্রতিবেশী দেশগুলো থেকে তার দেশে সামরিক অভিযান চালানো হতে পারে, এই আশঙ্কায় এই ব্যবস্থা নিয়েছেন তিনি।

ফ্লাইট শনাক্তকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ দেখাচ্ছে, এখন নাইজারের আকাশে কোনো বিমান নেই। এর আগে নাইজারের সামরিক জান্তাকে ডেডলাইন বেঁধে দেয় পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের সংগঠন ইকোয়াস।

তারা জানিয়ে দেয় রোববার স্থানীয় সময় রাত ১১টার মধ্যে প্রেসিডেন্ট মোহামেদ বাজোমকে পুনর্বহাল না করলে তারা সামরিক শক্তি প্রয়োগ করবে। জান্তা সরকারের এক মুখপাত্রও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, আত্মরক্ষায় প্রস্তুত তার দেশের সেনাবাহিনী।