নাইজেরিয়ায় বন্যায় শতাধিক মানুষ নিহত

নাইজেরিয়ায় বন্যায় শতাধিক মানুষ নিহত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে নদীর পানি উপচে বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্রধান দুই নদী নাইজার রিভার ও বেন্যু রিভারের দুই কূল উপচে অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বন্যায় বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

নাইজেরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যায় গৃহহীন হয়ে পড়েছে। শত শত হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজারপ্রদেশ। সেখানে ৪০ জনের বেশি মানুষ মারা গেছে। আরও ১১টি রাজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করার কথা বিবেচনা করছে নাইজেরিয়া কর্তৃপক্ষ।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক দিনে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

(জাস্ট নিউজ/এমআই/১১১৭ঘ.)