আপনার জিজ্ঞাসা

শবেবরাতের বিশেষ কোনো ইবাদত আছে কি?

শবেবরাতের বিশেষ কোনো ইবাদত আছে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৮৭তম পর্বে শবেবরাতের বিশেষ কোনো ইবাদত আছে কি না, সে বিষয়ে কুমিল্লা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন হিমু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : শবেবরাতের বিশেষ কোনো ইবাদত আছে কি না?

ত্তর : শবেবরাতের জন্য বিশেষ কোনো আমল রাসুল (সা.)-এর দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো হাদিসও সাব্যস্ত হয়নি। ‘যখন সাবান মাসের মধ্য রজনি হবে, তখন তোমরা সারা রাত্রি জেগে ইবাদত কর এবং এই দিবসে সিয়াম পালন কর’, এই বর্ণনাটি মিথ্যা হাদিস। এটি হাদিস নয়, হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে।

এমআই