টুপি পরা কি সুন্নত?

টুপি পরা কি সুন্নত?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ৫৮৪তম পর্বে টুপি পরা সুন্নত কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন তাহমিনা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: টুপি পরা কি সুন্নত?

উত্তর: পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম টুপি পরার বিষয়ে বলেছেন, হে আদম সন্তানগণ মসজিদে যাওয়ার সময় সৌন্দর্যের পোশাক পরে তোমরা মসজিদে যেও। তিনি সেখানে টুপি সম্পর্কে বলেছেন যে, এটা সৌন্দর্যের পোশাকের মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য টুপি পরে যাওয়া উত্তম, বিশেষ করে মসজিদে। কিন্তু টুপি পরে কোনো অনুষ্ঠানে বসতে হবে, এটা সুন্নাত, হাদিসে এমন কোনো প্রমাণ নেই। মানে সৌন্দর্যের পোশাক পরে আমরা মসজিদে যাব, সেখানে টুপি পরা উত্তম কিন্তু টুপি পরে না গেলে নামাজ হবে না এমন কোনো শর্ত নেই। টুপি পরে অনুষ্ঠানে বসতে হবে এমন কোনো শর্তও নেই।

এমআই