আপনার জিজ্ঞাসা

ছেলেরা কোন দিন বালেগ হলো, বোঝার উপায় কী?

ছেলেরা কোন দিন বালেগ হলো, বোঝার উপায় কী?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম মো. রফিকুল ইসলাম আল-মাদানী।

আপনার জিজ্ঞাসার ২২৭৪তম পর্বে ছেলেরা কোন দিন বালেগ হলো, বোঝার উপায় কী, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : ছেলেরা কোন দিন বালেগ হলো, বোঝার উপায় কী?

উত্তর : একেবারে সুনির্দিষ্ট কোনো দিন উল্লেখ করে বোঝার উপায় নেই। তবে এর কিছু আলামত রয়েছে। সেটি হলো, ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, তার বয়স যখন তেরো-চৌদ্দ হয় অথবা যখন তাদের স্বপ্নদোষ হয়। এগুলো হলে একটি ছেলে বুঝবে যে সে বালেগ হয়েছে।

অতএব, এভাবে বোঝার উপায় নেই যে সে উমুক দিন বালেগ হয়েছে। যেমন মেয়েদের ক্ষেত্রে মায়েরা বোঝে। যেদিন হায়েজ শুরু হয়, সেদিন মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়; কিন্তু ছেলেদের ক্ষেত্রে এ রকমভাবে বোঝার কোনো সুযোগ নেই।

এমআই