সাইবার নিরাপত্তা আইন

নিপীড়নমূলক সব ধারা বহাল রাখায় সাংবাদিকদের নিন্দা

নিপীড়নমূলক সব ধারা বহাল রাখায় সাংবাদিকদের নিন্দা

নিপীড়নমূলক সব ধারা বহাল রেখে এবং অংশীজনদের মতামতের তোয়াক্কা না করে মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে সরকার নতুন এই কৌশল নিয়েছে।  

জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করা আরেকটি প্রতারণা। গণমাধ্যম ও বাক্‌স্বাধীনতাকে রুদ্ধ করতে এই আইন প্রণয়ন করা হচ্ছে।

সারা বিশ্ব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে কথা বলছে উল্লেখ করে ডিইউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, সরকার কৌশলে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা নামে আইন পাস করছে।

ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।