আমার সময় তো শেষ, আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে: ওবায়দুল কাদের

আমার সময় তো শেষ, আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে: ওবায়দুল কাদের

ঢাকা, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : ওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার সময় তো শেষ। আপনাদের সঙ্গে আগামীতে নাও দেখা হতে পারে। নির্বাচনকালীন সরকারের দায়িত্বে যদি থাকি তাহলে হয়তো রুটিন ওয়ার্ক করতে হবে। তবে এ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার সময় ভালো কিছু যদি করি তাহলে তার সুনাম আপনাদের; আর মন্দ কিছু হলে আমি তার দায়ভার নেব।’

বৃহস্পতিবার সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি নিজে এখনও বসে নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না। চেয়ারে বসে আমাকে নামাজ আদায় করতে হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রণালয়কে মানুষ বলে দুর্নীতিবাজ মন্ত্রণালয়। এটা শুনে কি ভালো লাগে? আপনারা অবশ্য শোধরানোর চেষ্টা করবেন। কারণ যে মন্ত্রণালয়কে মানুষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বলে সে মন্ত্রণালয়ের সৎ মন্ত্রী থাকলেও লোকে কি তাকে সৎ মন্ত্রী বলবে? যাই হোক আমার সময় তো শেষ। আপনাদের সঙ্গে আগামীতে নাও দেখা হতে পারে। নির্বাচনকালীন সরকারের দায়িত্বে যদি থাকি তাহলে হয়তো রুটিন ওয়ার্ক করতে হবে। তবে এ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার সময় ভালো কিছু যদি করি তাহলে তার সুনাম আপনাদের; আর মন্দ কিছু হলে আমি তার দায়ভার নেব।’

(জাস্ট নিউজ/এমআই/১৭৫৭ঘ.)