ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের

ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : টেলিভিশনের টকশোয় নারী সাংবাদিককে নিয়ে মন্তব্যের জেরে আটক আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ৬ ডিসেম্বর প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতল ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

মইনুলের এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবির লিটনের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে মইনুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট মাসুদ রানা।

গত ৭ নভেম্বর মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবিতে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে গত ২৬ অক্টোবর আজ আদেশের দিন ধার্য করেন আদালত। আজ শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

গত ১৬ অক্টোবর একটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে উল্লেখ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় পরে তিনি লিখিত বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন।

২২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

(জাস্ট নিউজ/এমআই১৫৪১ঘ.)