ভোটাধিকার রক্ষায় পাশে থাকবে কানাডা

ভোটাধিকার রক্ষায় পাশে থাকবে কানাডা

ঢাকা, ২৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় পাশে থাকবে কানাডা। কানাডার হাইকমিশনার বেনো প্রিফনটাইন রবিবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে কানাডা সব ভোটারের পূর্ণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে।

হাইকমিশনার বলেন, শান্তি ও নিরাপত্তা গণতন্ত্রের ভিত্তি। সহিংসতা ও দমন-পীড়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে দুর্বল করে দেয়। সব পক্ষকে নির্বাচনী প্রচারণা শান্তি ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করতে হবে। সংখ্যালঘু ও নাজুক জনগোষ্ঠির রাজনৈতিক ও নির্বাচনী অধিকার এবং নাগরিক সমাজের অবাধ তৎপরতার সুযোগ সমুন্নত রাখতে হবে।

বেনো প্রিফনটাইন বলেন, শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ এবং সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বাংলাদেশের সব ভোটারের নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে কানাডা সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে উৎসাহিত করছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২১০ঘ.)