ঐক্যফ্রন্টের অফিস ভবনে আগুন

ঐক্যফ্রন্টের অফিস ভবনে আগুন

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার দুপুরে ভবনটির নবম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৫তলার ভবনটিতে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে।

শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে ওই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভবনটির তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, ঐক্যফ্রন্টের কার্যালয়ে আগুন লাগেনি। তবে আমরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

বিকাল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের কথা রয়েছে। ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমাদের অফিসে কোনো সমস্যা হয়নি। সংবাদ সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, তখনই শুনি ওপরে আগুন লেগেছে। এ ঘটনা শোনার পর সবাই নিচে নেমে আসি।’

(জাস্ট নিউজ/এমজে/১৫৪০ঘ.)