রাজধানীর ৬৭ শতাংশ ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত

রাজধানীর ৬৭ শতাংশ ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর ৬৭ শতাংশ ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের রাজউকের এক জরিপে এ তথ্য উঠে আসে।

জাতীয় সংসদে রোববার জাতীয় পার্টির সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজউকের আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ২ লাখ ৪ হাজার ১০৬টি ভবন জরিপ করা হয়।

এতে পূর্বনির্মিত ১ লাখ ৯৫ হাজার ৩৭৬টি ভবনের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৫৮৩টি (৬৭.৩৫%) ভবনের বিভিন্ন ধরনের ব্যত্যয় পাওয়া গেছে এবং নির্মাণাধীন ৮ হাজার ৭৩০টি ভবনের মধ্যে ৩ হাজার ৩৪২টি (৩৮%) ভবনের অনুমোদিত নকশায় ব্যত্যয় পাওয়া গেছে। জরিপকৃত ভবনের মধ্যে মোট ১ লাখ ৩৪ হাজার ৯২৫ টিতে (৬৬%) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে।

জিএস/