খুলনায় মাটি খুঁড়ে মিলল পাকিস্তান আমলের ৩২টি গ্রেনেড

খুলনায় মাটি খুঁড়ে মিলল পাকিস্তান আমলের ৩২টি গ্রেনেড

 

খুলনার পাইকগাছা উপজেলায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তান আমলের ৩২টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছার একটি মাঠ থেকে ওই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার এসআই আবু আল বাশার জানান, সকাল ১০টার দিকে ভিলেজ পাইকগাছা এলাকার একটি মাঠের মাটি খুঁড়ে সড়ক সংস্কারকাজ করছিলেন স্থানীয়রা। এ সময় মাটির নিচ থেকে একটি কাঠের বাক্স উদ্ধার করেন তারা। পরে বাক্সের ভেতরে ৩২টি গ্রেনেড পাওয়া যায়।

গ্রেনেডগুলো পাকিস্তান আমলের। স্বাধীনতাযুদ্ধের সময় সেগুলো মাটিকে পুঁতে রাখা হয়েছিল।

যশোরে বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো পরীক্ষা করবে। এর পরই সেগুলো পাইকগাছা থানায় জমা দেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমজে/