পোড়া ভবনের নিচে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদের সন্ধান

পোড়া ভবনের নিচে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদের সন্ধান

 

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে পোড়া ওয়াহেদ ম্যানশন ভবনের নিচতলায় বিপুল পরিমাণ রাসায়নিক মজুদের সন্ধান পাওয়া গেছে।

শনিবার এ কথা জানান ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. সালেহ উদ্দিন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ভবনে তল্লাশি চালানোর সময় বেজমেন্টে গুদামের সন্ধান পাওয়া যায়। যেখানে অসংখ্য প্লাস্টিকের কন্টেইনারে বিপুল পরিমাণ রাসায়নিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বেজমেন্টে বিপুল পরিমাণ পলিথিনের বস্তাও পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস বলছে, শিল্প কারখানায় ব্যবহারের জন্য কয়েকশ টন রাসায়নিক রয়েছে গুদামটিতে। এসব রাসায়নিক কতটা দাহ্য সে ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আবাসিক ভবনে কোনো ধরনের সতর্কতা ছাড়াই কেমিক্যালের মজুদ সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে।

এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এমজে/