আজও সারা দিন থাকছে বৃষ্টি, বন্দরে সতর্কতা

আজও সারা দিন থাকছে বৃষ্টি, বন্দরে সতর্কতা

পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে আজ বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি ঝরবে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, রাজধানীসহ সারা দেশে আজ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তবে সন্ধ্যার পর থেকে এটি ক্রমশই কেটে যাবে। তবে শুক্রবার থেকে স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া পরিস্থিতি।

এ কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কসংকেত এবং অন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া কক্সবাজার ও দেশের সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই মূলত দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা।

এমআই