ডাকসু নির্বাচন সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: ঢাবি ভিসি

ডাকসু নির্বাচন সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করছেন। প্রার্থীরা অবাধে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। নির্বাচনী সব কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান উপাচার্য।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আখতারুজ্জামান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া রিটার্নিং অফিসারবৃন্দ, সব হলের প্রাধ্যক্ষ, আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, সব হলের প্রক্টর ও সহকারী প্রক্টর এবং ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এমআই