গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ শিকদার বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ভেন্নাবাড়ির রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।’

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গোপালগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (২০) এবং শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা সিদ্দিক শিকদারের ছেলে রাজু শিকদার (২৮)। রকি গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

আজ বুধবার সকালে স্টেশন মাস্টার আরো বলেন, ভেন্নাবাড়ি রেলওয়ে ক্রসিংয়ে কোনো লোক নেই। গভীর রাতে ট্রেন আসার সময় সেখানে কোনো সিগন্যালবার ফেলা ছিল না। হয়তো মোটরসাইকেল আরোহীরা অজান্তেই রেললাইনের পাশে চলে যান।

‘এতে ট্রেনটি মোটরসাইকেলটিতে দুমড়ে-মুচড়ে প্রায় ৫০ গজ দূরে নিয়ে ফেলে। ঘটনাস্থলে তিনজনের লাশ পড়ে ছিল।’

স্টেশন মাস্টার বলেন, অজ্ঞাত ব্যক্তির মুখে নীচে কিছুটা কাটা আছে। আর ডান হাত ও বাম পা ভাঙা। অন্য দুজনের শরীরে বড় ধরনের তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানান রেলওয়ে স্টেশন মাস্টার।

এমজে/