সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য স্বাভাবিক পরিস্থিতি নেই: ইসি শাহাদাত

সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য স্বাভাবিক পরিস্থিতি নেই: ইসি শাহাদাত

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পরিস্থিতি স্বাভাবিক না থাকলে নির্বাচন সংশ্লিষ্টরা যেকোনো কেন্দ্র কিংবা প্রয়োজন অনুসারে পুরো উপজেলার নির্বাচন বন্ধ করে দিতে পারেন।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধ্যাঞ্চলের চার জেলা গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী ও মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সমন্বয় বিষয়ক এক সভায় এসব কথা বলেন ইসি শাহাদাত হোসেন চৌধুরী।

সম্প্রতি উপজেলা নির্বাচন ঘিরে কিছু সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘এখন এমন পরিস্থিতি বিরাজ করছে যে, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য স্বাভাবিক পরিস্থিতি নেই, এমতাবস্থায় আমার অনুরোধ থাকবে যে, আপনাদের বিবেচনায় এ রকম প্রতীয়মান হলে, সেই কেন্দ্র আপনারা যেন বন্ধ করে দেন। এমনকি তাতে যদি সম্পূর্ণ উপজেলা নির্বাচনও যদি বন্ধ করতে হয়, নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না, আমি আপনাদের এটুকু বলতে চাই। (তবু) কোনো ধরনের অনিয়ম, সে যে কোনো ধরনেরই হোক, সেটা নির্বাচন কমিশন কোনোভাবেই মেনে নিবে না’, বলেন ইসি শাহাদাত।

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা আশা করছি। যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব।’

মন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের উদেশে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আপনারা সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন পরিচালনার জন্য যতটুকু সহযোগিতা করার, ততটুকু সহযোগিতা করবেন।’

ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজার সভাপতিত্বে ও মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেসুর রহমান, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরসহ চার জেলার শীর্ষ কর্মকর্তারা।

এমআই