বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ড

‘আগেই তিনবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস’

‘আগেই তিনবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস’

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকার বিষয়টি আগেই জেনেছিল ফায়ার সার্ভিস। এ ব্যাপারে তিন তিনবার ভবন কর্তৃপক্ষকে সতর্ক করে নোটিশও দেয়া হয়। ওই নোটিশে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে, ভবন পর্যবেক্ষণ করে ইতিপূর্বে তিনবার নোটিশ দেয়া হয়। কিন্তু তারপরও ভবন কর্তৃপক্ষ সে বিষয়ে কর্ণপাত করেনি। অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

উল্লেখ্য, বনানীর এই এফ আর টাওয়ারে গতকাল দুপর সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৩ জন। ইতিমধ্যে নিহত ২৫ জনের মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমজে/