নুসরাতকে শেষ বিদায় জানাতে সোনাগাজীতে মানুষের ঢল

নুসরাতকে শেষ বিদায় জানাতে সোনাগাজীতে মানুষের ঢল

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জানাযায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে সোনাগাজীতে। বিকাল ৫:০০টায় রাফির লাশবাহী এ্যাম্বুলেন্স এসে পৌঁছায় সোনাগাজীর নুসরাতের নিজ বাড়িতে।

লাশের জন্য আগে থেকেই লোকজন অপেক্ষা করছিল। এসময় কান্না আর চাপা ক্ষোভ বিরাজ করছিল তাদের মধ্যে। তারা বলাবলি করছিলেন, সবই আছে নেই শুধু আমাদের রাফি। পাষন্ডরা আমাদের রাফিকে বাঁচতে দিলো না। তাদের মনে গুমরে মরছে শুধুই কান্নার আওয়াজ। শেষবারের মতো দেখে তাকে বিদায় জানাতে চান তারা।

এ দিকে জানাযার নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে সোনাগাজী মডেল ছাবের পাইলট হাইস্কুল মাঠ। পুলিশি নিরাপত্তায় নুসরাত রাফিকে প্রথমে বাড়িতে নেয়া হয়। পরে নেয়া হয় হাইস্কুল মাঠে। সেখানে জড়ো হন ঢাকা ও ফেনী থেকে আগত হাজারো মানুষ।

এমজে/