খুলনা-মোংলায় পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

খুলনা-মোংলায় পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদানসহ ১১ দফা দাবিতে খুলনাঞ্চলে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে খুলনা-মোংলাবন্দরে পণ্যবাহী নৌ চলাচল করছে না।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে কর্মবিরতি পালন শুরু করেছেন নৌযান শ্রমিকরা।

সংগঠনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, আমাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশানুরূপ পদক্ষেপ না নেয়ায় রাত ১২টা ১ মিনিটে পূর্বঘোষিত কর্মবিরতি কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে।

তিনি জানান, সোমবার দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতির সমর্থনে মিছিল, মিটিং ও জনসংযোগ করেছেন শ্রমিকরা।

১১ দফা দাবির মধ্যে রয়েছে- বাল্কহেডসহ সব নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, কর্মবিরতি কর্মসূচি স্থগিত হয়েছে- এমন অনেক অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।

এমজে/