৭ কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ঢাবিতে বিক্ষোভ

৭ কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ঢাবিতে বিক্ষোভ

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে আন্দোলনের নেতৃত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। সেখানে সাত কলেজের সুযোগ-সুবিধা নিশ্চিত কীভাবে করবে। আর সাত কলেজের কারণে আমাদের অনেক সমস্যা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। রেজিস্ট্রার ভবনের কাজ ধীরগতিতে হচ্ছে। এ ছাড়া নানা সমস্যা দেখা দিচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদেরও সায় আছে বলে জানা গেছে। ডাকসু নির্বাচনের সময় প্রার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হবে, এ রকম আশ্বাস দিয়ে ভোটও চেয়েছিলেন। এমনকি ছাত্রলীগের ঘোষিত বিশেষ কয়েকটি দফার অন্যতম একটি বিষয় ছিল- এই অধিভুক্ত সাত কলেজ নিয়ে সিদ্ধান্ত পুনরায় বিশ্লেষণ।

এর আগেও ২০১৮ সালে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তীব্র আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেবার ছাত্রলীগের হস্তক্ষেপে আন্দোলন থেকে পিছু হটেন শিক্ষার্থীরা।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে ঢাকার বিশেষ সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়। যদিও এ সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এমজে/