১৮ লাখ টাকার স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের ট্রাফিক সহকারী আটক

১৮ লাখ টাকার স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের ট্রাফিক সহকারী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ লাখ টাকার স্বর্ণসহ মো. সুইম খান নামে কাতার এয়ারওয়েজের এক ট্রাফিক সহকারীকে আটক করেছে বিমানবন্দরের কাস্টমস বিভাগ।

শনিবার ভোররাত ৪টার দিকে ৩০ তোলা স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক সুইম খানের বাড়ি মানিকগঞ্জ সদরে। তিনি কাতার এয়ারলাইন্সের‌ ‌‘ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মরত রয়েছেন।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোররাতে গোপন সংবাদে কাস্টম হাউস, ঢাকার বিমানবন্দর প্রিভেন্টিভ টিম বোর্ডিং ব্রিজ এলাকায় সুইম খানকে আটক করে। পরে তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

তার আইডি কার্ড চেক করে দেখা যায়, তিনি কাতার এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। তার নিকট বিমানবন্দরের ডিপাশ উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে, সৌদি এয়ারলাইন্সে আগত কোনো এক যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের ২য় তলায় তিনি এই স্বর্ণ গ্রহণ করেছেন। আর চোরাচালানকারীদের কাছে হস্তান্তরের উদ্দেশ্যেই তিনি এগুলো গ্রহণ করেছেন।

এদিকে এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী উক্ত কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় সোপর্দ করা হচ্ছে বলেও জানান অথেলা চৌধুরী।

এমজে/