কক্সবাজারে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারী আটক

কক্সবাজারে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারী আটক

কক্সবাজারে বোতলের ভেতরে করে অভিনব কায়দায় পাচারকালে আট হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা বেগম (২১) নামে এক নারীকে আটক করা হয়।

শনিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামুর রেজুখাল যৌথ চেকপোস্ট এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

শনিবার রাতে কক্সবাজার-৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত পরিচালক আনোয়ার হোসেন মজুমদারের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে রেজুখাল যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিকশার ভেতর থেকে বোতলে ভরা অবস্থায় আট হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে টেকনাফ নয়াপাড়ার ইসমাইলের স্ত্রী মনোয়ারাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, আটক মনোয়ারাকে রামু থানায় সোপর্দ করার পাশাপাশি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এমজে/