১৪ বছরের মেয়ের সঙ্গে ৩৯ বছরের ছেলের বিয়ে

১৪ বছরের মেয়ের সঙ্গে ৩৯ বছরের ছেলের বিয়ে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ধামারন গ্রামে বাল্যবিয়ে দেয়ায় দুই পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও।

গত ১৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বেশি দেখিয়ে বিবাহ হলফনামা করেন তারা। পরে গত শুক্রবারে অতিথি আপ্যায়ন ও বিয়ে সম্পূর্ণ করার অনুষ্ঠান আয়োজন করে দুই পরিবার।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। তার উপস্থিতি টের পেয়ে ছেলে-মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে বিয়ের সাক্ষীদের আটক করা হয়।

পরে ছেলে ও মেয়ের পরিবারদের হাজির হওয়ার নির্দেশ দেন তিনি। গত শনিবার রাত ১০টায় উভয় পক্ষ উপজেলা পরিষদে আসেন। তারা দোষ স্বীকার করেন। এসময় তাদের ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন হাসিনা আক্তার।

এ নির্বাহী কর্মকর্তা জানান, টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সত্যতা পেয়েছি। তারা দোষ স্বীকার করেছেন। তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে।