বাংলাদেশে এখন অনিয়মই নিয়ম: এম হাফিজ উদ্দিন

বাংলাদেশে এখন অনিয়মই নিয়ম: এম হাফিজ উদ্দিন

তত্ত্ববাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, যে দেশে জাতীয় নির্বাচনে অনিয়ম হয়, সেদেশে দুর্নীতি, ক্যাসিনো, ঘুষ থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশে এখন অনিয়মই নিয়ম হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। ভালো কথা, এটা শুনে আমরা খুশি হয়েছি। কিন্তু শুধু ক্যাসিনো ধরলে তো হবে না। এত টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের ধরতে হবে। অফিস অদালতের দুর্নীতি ধরতে হবে। আইনের শাসন যেখানে নেই সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

নুসরাত হত্যার বিচার হলো। কিন্তু সাগর-রুনী, কুমিল্লার তনু, নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার এতদিনেও কেন হলো না। তার মানে সবার জন্য আইনের গতি সমান না। আমরা চাই, আইনের গতি সর্বত্র বিরাজমান থাকুক। মানবাধিকার থাকুক,গনতন্ত্র থাকুক।

এমজে/