পুলিশ ছাড়া মাঠে নামলে সরকার বুঝবে কত ধানে কত চাল: আ স ম রব

পুলিশ ছাড়া মাঠে নামলে সরকার বুঝবে কত ধানে কত চাল: আ স ম রব

দেশে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘পুলিশ ব্যবহার করে এই সরকার টিকে আছে। এই সরকার পুলিশি সরকার। পুলিশ ছাড়া রাস্তায় নামলে সরকার বুঝবে কত ধানে কত চাল।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘এই মুহূর্তে দরকার জনগণের সরকার, এই মুহূর্তে দরকার স্বাধীনতার সরকার।’জেএসডি সভাপতি বলেন, ‘এই সরকারকে ক্ষমতাচ্যুত করা এক দলের পক্ষে সম্ভব নয়। এই সরকারের পতনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আ স ম রব বলেন, ‘দেশের সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধ্যের বাইরে চলে যাচ্ছে। যে পেঁয়াজের মূল্য ছিল ২০ টাকা কেজি, তা এই সরকারের আমলে হয়েছে ২৫০-৩০০ টাকা। চালের মূল্য ছিল ২০-৩০টাকা, এখন হয়েছে ৫০-৭০ টাকা। দেশের মানুষ কী খেয়ে বেঁচে থাকবে? আমাদের সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’ বিক্ষোভ সমাবেশে জেএসডির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এমআই