‘বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চাইলে অনুমতি পাবে না’

‘বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চাইলে অনুমতি পাবে না’

রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে বিএনপি সমাবেশ করতে চাইলেই অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু বিএনপিকে সমাবেশের অনুমতি দেইনি।’

তিনি বলেন, ‘কারণ আজ সব অফিস খোলা। অফিস চলাকালীন রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করবো না।’

এদিকে, আজ সোমবার পূর্বঘোষিত সমাবেশে পুলিশ বাধা দেওয়ায় আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।

বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘আজকেও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়।’

এমজে/