বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ, বাড়ি যাচ্ছেন মুসল্লিরা

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ, বাড়ি যাচ্ছেন মুসল্লিরা

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। আজ রবিবার এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫তম বিশ্ব ইজতেমার জুবায়েরপন্থীদের পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ।

জুবায়েরপন্থীদের ইজতেমা পালনের চার দিন পর ১৭ই জানুয়ারি শুরু হবে ইজতেমার সাদপন্থীদের পর্ব। এতে নেতৃত্ব দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। যা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯শে জানুয়ারি সমাপ্তি ঘটবে।

শীতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাস্থলের উদ্দেশে সকাল থেকে বাসে, ট্রেনে বা হেঁটে রওনা হয়েছেন মুসল্লিরা। এর মধ্যে বিদেশি মেহমানসহ ইজতেমাস্থলে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। ইজতেমার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, অসুস্থ হয়ে এ পর্যন্ত ইজতেমায় মারা গেছেন সাত মুসুল্লি। ইজতেমার জন্য বিশেষ ট্রেন চালু রয়েছে এবং প্রতিটি ট্রেন টঙ্গী রেলওয়ে জংশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।