ভোররাতে মিরপুরের বস্তিতে আগুন

ভোররাতে মিরপুরের বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পারভিন (৩৫) নামে এক নারীকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার ভোর ৪টার পর ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাসেল শিকদার জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ই-ব্লকের ওই বস্তিতে ভোর ৪টা ১১ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫ ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ৪৫ মিনিটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন লাগার ঘটনায় পারভিন নামে এক নারীকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের লোকজন তাকে সকাল ৭টার দিকে নিয়ে আসেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এমজে/