কেন্দ্রে এসে বিরোধী দলের এজেন্ট খুঁজলেন মাহবুব তালুকদার

কেন্দ্রে এসে বিরোধী দলের এজেন্ট খুঁজলেন মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ শনিবার সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্টদের খুঁজলেন। তিনি আজ সকালে স্ত্রীকে নিয়ে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভোট দিতে আসেন। প্রায় ৪৫ মিনিট কেন্দ্রটিতে অবস্থান করে ভোট দেখেন।

একপর্যায়ে ৪ নম্বর বুথে ভোট দিতে এসে প্রিসাইডিং অফিসার আবদুল কুদ্দুসকে পুরো কেন্দ্রে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্টদের খুঁজতে বলেন মাহবুব তালুকদার। নির্বাচন কমিশনার প্রিসাইডিং অফিসার বলেন, পুরো কেন্দ্রে বিরোধী দলীয় মেয়র প্রার্থীর এজেন্ট আছে কী না খুঁজে দেখ।'

কেন্দ্রটি ছেড়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিরোধী দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো কোনো এজেন্ট খুঁজে পেলাম না তাই বের করে দেওয়ার কথা আসছে কেন? আপনারা বলছেন, সকালে এজেন্ট ‌ছিল। এখন নেই। আপনারা খুঁজে বের করেন কেন নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০৪৪ নম্বর কেন্দ্রটিতে ৪ বুথে ১ হাজার ৮০৫ ভোটার রয়েছেন। বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ২২২টি।

এমজে/