খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত বিএনপির

খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত বিএনপির

দুই বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর মুক্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ-ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমরা বলবো উনাকে যেন বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. হারুন-আল-রশিদ জানান, এখনও কোনো মেডিকেল বোর্ড গঠন করা হয়নি। তবে পাঁচ থেকে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করার সিদ্ধান্ত রয়েছে।