ত্রাণের জন্য ধামরাইয়ে অসহায় ও কর্মহীনদের বিক্ষোভ

ত্রাণের জন্য ধামরাইয়ে অসহায় ও কর্মহীনদের বিক্ষোভ

প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় ঢাকার ধামরাইয়ে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে রিকশা অটোভ্যান, দিন মজুরসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষেরা খাবারের অভাবে অসহায় হয়ে পড়েছে। গত দুইদিন ধরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কয়েক’শ অসহায় ও কর্মহীন নারী-পুরুষ ঘরে খাবার না থাকায় রাস্তায় নেমে আসে।

এসময় তারা ত্রাণের দাবিতে সুয়াপুর ঈদগা জামে মসজিদ মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা জানান, ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা আজ রাস্তায়। তাদের দাবি সরকার প্রতিটি নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যে সামগ্রী দিচ্ছে তাহলে আমাদেরটা কোথায়।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, সরকারের নিদের্শনা অনুযায়ী তারা সরকারি ত্রাণ পাওয়া উপযোগী হলে তাদের তালিকা আমার কাছে দিলে দ্রুতই আমি ত্রাণ পৌঁছে দিব।