চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৮৫ জনে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, চমেক, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করে আরও ১১৮ জনের করোনা পজিটিভ এসেছে। যাদের মধ্যে মহানগরী ৯১ জন এবং বাকি ২৭ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন আরও জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস (সিভাসু) ল্যাবে আজ রবিবার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ২৩ জনের। এর মধ্যে নগরীর দুইজন এবং উপজেলার ২১ জন।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২৭২টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৫ জনের। এদের মধ্যে নগরীর ৮৯ জন এবং উপজেলার ৬ জন করোনা সংক্রমিত হয়েছে।

অপরদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭টি নমুনা পরীক্ষায় কারো পজিটিভ পাওয়া যায়নি।

এছাড়া, ফৌজাদারহাটের বিআইটিআইডি ল্যাবে জীবাণুমুক্তকরণের কারণে সেখানে রবিবারও কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এমজে/