পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

ফেরি সংকট আর তীব্র স্রোতের কারণে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ দ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত।

রবিবার দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীবাহী ৫০টি পরিবহন, শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার), দু’টি ট্রার্মিনালে চার শতাধিক ট্রাক এবং আরিচা-পাটুরিয়া সংযোগ মোড়ে তিন শতাধিক পণ্য বোঝাই ট্রাক ঘাট এলাকার প্রবেশ মুখে অপেক্ষমাণ আছে। যাত্রীবাহী পরিবহনের সারি দীর্ঘ হওয়ায় বিপাকে পড়েছেন ফেরি পারের অপেক্ষায় থাকা যাত্রীরা। অন্যদিকে দিনের পর দিন ট্রাক ট্রার্মিনালে থেকেও ফেরি দেখা না পেয়ে দিশেহারা ট্রাকচালকরা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে রাখতে আরিচা-পাটুরিয়া সংযোগ মোড়ে পণ্য বোঝাই ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ঘাটে ফেরি পারের জন্য পাঠানো হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ফেরি সংকট আর নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় নৌপথ পারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন রয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ছোট ফেরি ছয়টি, বড় রো রো ফেরি ছয়টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি তিনটি ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।

এমজে/