সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড

সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ ৩ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দু’জন হলেন- সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গুলশান থানায় হস্তান্তর করে র‍্যাব। সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত রবিবার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে অসহযোগিতা করায় বিকাল ৫টার দিকে ডা. আবুল হাসনাতকে হেফাজতে নেয় র‍্যাব। র‍্যাব হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিকেও হেফাজতে নেয়া হয়।