ভেতরে ৫-১০০ টাকা, উপরে-নীচে ৫০০-১০০০ টাকার নোট: রাজধানীর হাটে গ্রেপ্তার ৩০

ভেতরে ৫-১০০ টাকা, উপরে-নীচে ৫০০-১০০০ টাকার নোট: রাজধানীর হাটে গ্রেপ্তার ৩০

রাজধানীর আফতাবনগর অস্থায়ী কোরবানির পশুর হাটে প্রতারণার মাধ্যমে পশু কেনার অভিযোগে ৩০ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। শুক্রবার হাট এলাকায় নজরদারি ও অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিরা আফতাবনগর অস্থায়ী হাটে পশু কেনার সময় টাকার বান্ডেলের ভেতরে ৫ টাকা থেকে ১০০ টাকার পুরোনো নোট তার উপরে ও নীচে ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে প্রতারণা করছিল। পুলিশের কঠোর নজরদারির মাধ্যমে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, প্রতারকদের কাছ থেকে আরো টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকার মধ্যে জালনোট রয়েছে কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা করা হচ্ছে।