শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। কর্মবিরতিতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সুবিধা। এ ঘটনায় দুর্ভোগের কথা জানালেন রোগী ও স্বজনরা।

রবিবার (১ নভেম্বর) সকাল থেকেই হাসপাতালে কোন ইন্টার্ন চিকিৎসককে দেখা যায়নি। অফিস সময়ে হাসপাতালের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং সিএগণ রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার হাসপাতালে রোগী ছিলো ১ হাজার ৪৪৭ জন। এর মধ্যে নানা অসুস্থতার কারণে ১৯ জন রোগীর মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় রোগী ছিলো ১ হাজার ৫৭৯ জন। এর মধ্যে ওইদিন মৃত্যু হয়েছিলো ১০ জন রোগীর।

হাসপাতালে মোট ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ১৯০ জন। চিকিৎসকের সংখ্যা ৯৫ জন। এর মধ্যে চিকিৎসা দেন ৯০ জন। বাকী ৫ জন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

ইন্টার্ন চিকিৎসকরা মূলত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। তাদের কর্মবিরতির কারণে এই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

৩ দফা দাবিতে শনিবার দুপুর ২টা থেকে ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।